সিরাজগঞ্জে বিএনপির ১৬ নেতাকর্মী কারাগারে
বিস্ফোরক মামলায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ ১৬ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নজরুল ইসলাম এ আদেশ দেন।
বিএনপির নেতাকর্মীদের মধ্যে রয়েছেন- উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আকবর খান স্বপন, ব্রহ্মগাছা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রতন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক মোকাদ্দেস হোসেন, পাঙ্গাসী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল-আমিন।
আসামিপক্ষের আইনজীবী মির্জা খোয়াজ উদ্দিন জানান, সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন বিএনপি নেতাকর্মীরা। শুনানী শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ইউসুফ দেওয়ান রাজু/আরএ/পিআর