কিশোরগঞ্জে বজ্রপাতে নারীর মৃত্যু
ছবি-প্রতীকী
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বজ্রপাতে মোমেনা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিংপুর ইউনিয়নের গোড়াদীঘা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মোমেনা গোড়াদীঘা গ্রামের মৃত কালু মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানায়, বাড়ির পাশে খোলা মাঠে ভুট্টা শুকাতে দেন মোমেনা খাতুন। দুপুরে বৃষ্টি শুরু হলে তিনি সেগুলো আনতে যান। এ সময় তার উপর বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা মোমেনাকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিকলী থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন ভূঁইয়া জাগো নিউজকে মোমেনা খাতুনের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।
নূর মোহাম্মদ/আরএ/জেআইএম