ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দাবিতে রাঙামাটিতে গণসমাবেশ

জেলা প্রতিনিধি | রাঙামাটি | প্রকাশিত: ০১:১১ পিএম, ১৩ মে ২০১৮

‘পাহাড় থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের বিকল্প নেই’ মন্তব্য করে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সদস্য এবং সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক দীপংকর তালুকদার বলেছেন, পাহাড়ে এখন যেসব খুন হচ্ছে, তার মূল কারণ অবৈধ অস্ত্র। নিজেদের আধিপত্য বিস্তারের মাধ্যমে চাঁদাবাজী নিয়ন্ত্রণের জন্য এসব হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে।

রোববার সকালে রাঙামাটিতে ‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’ স্লোগানে পাহাড়ে সব ধরনের হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে সচেতন নাগরিক সমাজের আয়োজনে অনুষ্ঠিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি রাঙামাটিতে বিভিন্ন হত্যাকাণ্ডের প্রতিবাদ ও মৃত্যুর মিছিল বন্ধের দাবিতে রোববার সকালে রাঙামাটি পৌর মিলনায়তন থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে গণসমাবেশে মিলিত হয়।

Rangamgati

গণসমাবেশে সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক দীপংকর তালুকদারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব হাজী মুছা মাতব্বর, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, চেম্বার অব কমার্সের সভাপতি বেলায়েত হোসেন চৌধুরী বেলাল, রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দীনসহ বিভিন্ন ব্যবসায়িক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতরা।

গণসমাবেশে দীপংকর তালুকদার আরও বলেন, যারা অবৈধ অস্ত্র দিয়ে চাঁদাবাজী, খুনসহ বিভিন্ন কর্মকাণ্ড ঘটিয়ে পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে তারা কোনো রাজনৈতিক সংগঠন নয়। তারা শুধুমাত্র সন্ত্রাসী সংগঠন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্যেই এই সংগঠন করেছে।

এসময় অন্য বক্তারা পাহাড়ের উন্নয়নের স্বার্থে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান। একইসঙ্গে চাঁদাবাজী বন্ধেরও দাবি জানান তারা। র্যালি ও সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এফএ/এমএস

আরও পড়ুন