হত্যা মামলায় জামিন পেলেন টাঙ্গাইল পৌর মেয়র
টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান খান বাপ্পি হত্যা মামলায় টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন ও কাদের সিদ্দিকী বীরউত্তমের ছোট ভাই আজাদ সিদ্দিকী জামিন পেয়েছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের তারা আত্মসমর্পন করে জামিন আবেদন করেন। আদালতের বিচারক আবুল মনসুর মিয়া শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ৮ মে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
মামলার অভিযোগ, ২০০৩ সালের ২১ নভেম্বর সন্ধ্যায় বাপ্পী তারাবি নামাজ পড়ার উদ্দেশ্যে টাঙ্গাইল শহরের কলেজপাড়ার নিজ বাসা থেকে বের হয়ে মসজিদে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। ওই সময় বাপ্পীর সঙ্গে থাকা মতিন নামে অপর এক ব্যক্তিকেও একইভাবে হত্যা করে তারা। ঘটনার দুইদিন পর ২৩ নভেম্বর বাপ্পীর বাবা আতাউর রহমান খান বাদী হয়ে টাঙ্গাইল থানায় মামলা দায়ের করেন।
আরিফ উর রহমান টগর/আরএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অদক্ষতার কারণে কম বেতনের চাকরিতেও বেশি খরচে বিদেশে যায় শ্রমিকরা
- ২ যৌথবাহিনীর অভিযানে আটকের পর বহিষ্কৃত যুবদল নেতার মৃত্যু
- ৩ কুড়িগ্রামে বাড়ছে শীতের দাপট, ১২ ডিগ্রিতে তাপমাত্রা
- ৪ বাজারের অনিশ্চয়তায় থমকে আছে চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতি
- ৫ ফোন কিনতে বন্ধুদের নিয়ে বাড়িতে ডাকাতির নাটক, ৩ কিশোর গ্রেফতার