উৎপাদন বৃদ্ধিতে কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত
দক্ষিণ এশিয়ার বৃহত্তম হ্রদ কাপ্তাই হ্রদের মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শনিবার সকালে অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. রইসুল আলম মন্ডল। এ সময় অবৈধভাবে মাছ ধরার সময় কারেন্ট জাল জব্দের পর পুড়িয়ে ফেলা হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. রইসুল আলম মন্ডল বলেন, বিএফডিসির পক্ষ থেকে এককভাবে হ্রদে অবৈধ মাছ শিকার বন্ধ করা সম্ভব নয়, অবৈধ মাছ শিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে মৎস্যজীবীসহ আমাদের সকলকে এক সঙ্গে কাজ করতে হবে। আশা করছি অতিসত্বর এ কেন্দ্রের সকল সমস্যা দূর করা যাবে, তখনই এখানকার গুনগত পরির্বতন আরো বাড়বে।

এর আগে রাঙ্গামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) চেয়ারম্যান দিলদার আহমদ, বিএফডিসির রাঙ্গামাটির ব্যবস্থাপক কমান্ডার মোহাম্মদ আসাদুজ্জামান, মৎস্য ব্যবসায়ী মুজিবুর রহমান প্রমুখ।
প্রসঙ্গত, বিএফডিসি এ বছর কাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় ২২ মেট্রিক টন মাছের পোনা অবমুক্ত করবে বলে জানানো হয়।
আরএ/আরআইপি