ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পাকশীর ছাত্রলীগ সভাপতির হত্যার আসামিদের গ্রেফতারের দাবি

ঈশ্বরদী (পাবনা) | প্রকাশিত: ০১:০৬ পিএম, ২০ মে ২০১৮

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের ছাত্রলীগ নেতা সদরুল আলম পিন্টু হত্যার ঘটনায় আসামিদের গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেছে দলের নেতাকর্মীরা।

রোববার সকালে প্রধান সড়কে ছাত্রলীগের সাধারন কর্মীবৃন্দের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবায়ের বিশ্বাস।

প্রসঙ্গত, গত ২ এপ্রিল প্রতিপক্ষের গুলি ও ছুরিকাঘাতে আহত ঈশ্বরদীর পাকশী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সদরুল আলম পিন্টু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে ১ এপ্রিল রাত ৮টার দিকে পাকশীর রূপপুর মোড়ে ৭-৮ জনের একদল সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলিবর্ষন করলে ২টি গুলি শরীরে বিদ্ধ হয়। এছাড়াও তার মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে ১০ জনকে আসামি করে ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এজাহারভুক্ত ১০ আসামির মধ্যে ২ জন ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

এ বিষয়ে ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন জানান, অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

আলাউদ্দিন আহমেদ/আরএ/আরআইপি

আরও পড়ুন