মাগুরায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
মাগুরা-শ্রীপুর সড়কের বেনিপুর এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসের অপর পাঁচ যাত্রী আহত হয়েছেন।
নিহতরা হলেন শ্রীপুর উপজেলার লাঙ্গলবাদ উড়ুপাড়া গ্রামের হাসান আলীর ছেলে রাজু (৪০) ও একই এলাকার শেখ পাড়া গ্রামের মোজহার মন্ডলের ছেলে দুলাল (৪২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রীপুর থেকে মাগুরাগামী (নিউ সজিব নামের) একটি যাত্রীবাহী বাস বেনিপুর এলাকায় পৌঁছালে সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে অপরদিক থেকে আসা দুই মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই রাজু ও দুলাল নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। আহত হন বাসের পাঁচ যাত্রী। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।
আরাফাত হোসেন/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চেক জালিয়াতি মামলায় ওয়ারেন্টভুক্ত বিএনপি নেতা গ্রেফতার
- ২ মানিকগঞ্জে আগুনে পুড়লো বিআইডব্লিউটিএ’র গোডাউন
- ৩ রেললাইনে আগুন দিয়ে ৫ ঘণ্টা অবরোধ বিএনপি নেতাকর্মীদের, চরম দুর্ভোগ
- ৪ স্বামীকে হত্যাসহ ১০ মামলার আসামি আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার
- ৫ ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ