মাদক বিরোধী অভিযানে জয়পুরহাটে ৩০ জন আটক
জয়পুরহাট জেলায় পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্য রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন জায়গা থেকে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জয়পুরহাটের পুলিশ সুপার রশীদুল হাসান জানান, জেলায় পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে জেলা সদরে ৬, পাঁচবিবিতে ১০, কালাইয়ে ৫, ক্ষেতলালে ৭ ও আক্কেলপুর উপজেলায় ২ জন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীকে আটক করা হয়। এ অভিযান অবাহত থাকবে বলে তিনি জানান।
রাশেদুজ্জামান/এমএএস/পিআর