হরিপুরে বজ্রপাতে দুই জনের মৃত্যু
প্রতীকী ছবি
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় নঈমুদ্দিন (২৪) নামে একজন আহত হয়েছেন। নিহতরা হলেন, মাঈনুদ্দিন (২৬) ও সরিফন (৪০)।
শুক্রবার সকালে উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের লহুচাঁদ গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি।
নিহত মাঈনুদ্দিন লহুচাঁদ গ্রামের মৃত আশানুরের ছেলে ও একই গ্রামের বাবলুর স্ত্রী সরিফন। আহত নঈমুদ্দিন একই গ্রামের মৃত আশানুরের ছেলে।
এলাকাবাসী জানায়, ভোরে দুই ভাই মাঈনুদ্দিন ও নঈমুদ্দীন মাঠে ধান ক্ষেতে যাচ্ছিল। এসময় আকাশে বিদ্যুৎ চমকাতে দেখে ও আবহাওয়া খারাপ দেখে মাঠ সংলগ্ন বাবলুর বাড়িতে তারা আশ্রয় নেয়। সেখানে বজ্রপাত ঘটলে বাবলুর স্ত্রী, মাঈনুদ্দিন ও নঈমুদ্দিন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য রাণীশংকৈল হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহত নঈমুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হরিপুর থানা পুলিশের অফিসার্স ইনচার্জ রুহুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে ও থানায় ইউডি মামলা করা হয়েছে।
রিপন/এমএএস/পিআর