ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাজমিস্ত্রির মরদেহ নিয়ে মিছিল

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ০৪:১৫ পিএম, ২৮ মে ২০১৮

শরীয়তপুরের ডামুড্যা উপজেলা রামরায় কান্দি গ্রামের মোস্তফা গান্ধা (৩৫) নামে এক নির্মাণ শ্রমিককে পিঠিয়ে হত্যার অভিযোগ উঠে। ওই অভিযোগের ভিত্তিতে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে নিহত মোস্তফার মরদেহের কফিন নিয়ে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।

জানাজা শেষে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ডামুড্যা আওরঙ্গ খার মোচর সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ডামুড্যা বাজার সড়কে গিয়ে শেষ হয়। উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের এ কর্মসূচিতে এলাকাবাসী একাত্মতা ঘোষণা করে।

এ সময় উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতারা বলেন, নির্মাণ শ্রমিক মোস্তফা গান্ধাকে যারা হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা না হলে আমরা কঠোর আন্দোলন চালিয়ে যাব।

পরে বেলা সাড়ে ১১টার দিকে তার দাফন সম্পন্ন হয়।

প্রসঙ্গত, গত ২১ মে (সোমবার) সন্ধ্যা ৭টায় উপজেলার দারুল আমান ইউনিয়নের আওরঙ্গ খার মোচর নামক স্থানে নির্মাণ কাজে না যাওয়ায় দারুল আমান ইউপি চেয়ারম্যানের চাচাত ভাই সুজন খান (৩৪), শাহারুক বেপারী (২২) ও জীবন সরদার (২০) মোস্তফাকে পিটিয়ে আহত করে। শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোস্তফা গান্ধা মারা যায়। এ ঘটনায় নিহতের শ্বশুর আলী হোসেন মিয়া বাদী হয়ে ডামুড্যা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মো. ছগির হোসেন/আরএ/জেআইএম

আরও পড়ুন