ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাঙ্গামাটি মহিলা কলেজে নির্মিত হচ্ছে শহীদ মিনার

জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি | প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ২৮ মে ২০১৮

১৯৯৪ সালে রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় যাত্রা শুরু করা রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের দীর্ঘ দুই যুগ পার হয়ে গেলেও কোনো শহীদ মিনার নির্মাণ হয়নি।

জাতীয় বিভিন্ন দিবসে কলেজের শিক্ষার্থীরা পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে যেতে হয়। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার থাকার কথা থাকলেও এই কলেজে শহীদ মিনার না থাকায় শিক্ষার্থীদের মনে ছিলো হতাশা। দীর্ঘ বছর পরে হলেও কলেজ প্রাঙ্গণে শিক্ষা প্রকৌশলীর অর্থায়নে প্রায় ৭ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে শহীদ মিনার।

পাহাড়ের অন্যতম সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এটি। এখানে দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে মেয়েরা এসে শিক্ষা অর্জন করে থাকে। এমন একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন পরে শহীদ মিনার নির্মিত হওয়ায় খুশি কলেজের শিক্ষার্থীরা।

এইচএসসি প্রথম বর্ষে ছাত্রী চৈতি বিশ্বাস বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান রাঙ্গামাটি জেলা অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের একটি। পাহাড়ি অঞ্চলের দুর্গম বিভিন্ন এলাকা থেকে এখানে মেয়েরা পড়ালেখা করতে আসে। সরকারি কলেজে নিজস্ব প্রাঙ্গণে শহীদ মিনার আছে কিন্তু ওই প্রতিষ্ঠানের পরে সরকারি অন্য উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজ। আমাদের কলেজের বিভিন্ন সমস্যার সঙ্গে একটি শহীদ মিনারের অভাবও ছিলো। যা বর্তমানে পূরণ হতে যাচ্ছে। আমরা অনেক খুশি।

শিক্ষার্থী আফিয়া আক্তার বলেন, শহীদ মিনার হচ্ছে আমাদের এই বাঙালি জাতির পরিচয় বহন করা একটি স্থাপনা। আমাদের কলেজে এতদিন শহীদ মিনার ছিলো না বলে অনেক অসুবিধা হয়েছিলো। এখন আর সে অসুবিধেগুলো হবে না।

রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. এনামুল হক খন্দকার বলেন, আমি রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজে যোগদান করার পর থেকে দেখে আসছি এখানে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। সদর উপজেলার মত একটি স্থানে অন্যতম সরকারি শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার পরও এখানে রয়েছে নানা রকমের সমস্যা। প্রতিষ্ঠানটি দীর্ঘ বছর পার হয়ে গেলেও ক্যাম্পাসের মধ্যে নেই কোনো শহীদ মিনার। আমি বিভিন্ন জায়গায় কথা বলার পরে শিক্ষা প্রকৌশলীর মাধ্যমে বর্তমানে শহীদ মিনার নির্মাণের কাজ শুরু করে দিয়েছি।

এএম/এমএস

আরও পড়ুন