ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে সিএনজি চালকরা
সিএনজি অটোরিকশা আটকে চাঁদা আদায়ের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ চালকরা।
মঙ্গলবার বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত মহাসসড়কের বেড়তলা এলাকায় অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়।
জানা যায়, প্রতিদিন বিশ্বরোড মোড়ে সিএনজি অটোরিকশা আটকে চাঁদা আদায় করে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে পুলিশ দুটি অটোরিকশা আটক করে।
এ ঘটনার প্রতিবাদে বিকেলে মহাসড়কের বেড়তলা এলাকায় অটোরিকশা চালকরা মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়ে যাত্রীরা। পরে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য জিয়াউল হক মৃধার আশ্বাসে অবরোধকারীরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
তবে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার চাঁদা আদায়ের অভিযোগ অস্বীকার করে বলেন, দুটি অটোরিকশা আটকের কারণেই চালকরা অবরোধ সৃষ্টি করেছে।
আজিজুল সঞ্চয়/এএম/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ২ আওয়ামী লীগ ছাড়া নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়
- ৩ তাহাজ্জুদ পড়ে ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামায়াত করবেন
- ৪ ঝিনাইদহে ফেস্টুন ভাঙচুর-হামলা, আচরণবিধি ভঙ্গের অভিযোগ
- ৫ গাজীপুরে ককটেল ফাটিয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ২৪ লাখ টাকা ছিনতাই