ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আখাউড়ায় ট্রাক্টরচাপায় হেলপার নিহত

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ৩০ মে ২০১৮

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ট্রাক্টরচাপায় সবুজ মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার আখাউড়া-চান্দুরা সড়কের দুর্গাপুর চণ্ডিমুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সবুজ ঘাতক ট্রাক্টরের হেলপার ছিলেন। তিনি উপজেলার করুয়াতলী গ্রামের দুলাল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে ৫টায় দুর্গাপুর চণ্ডিমুড়া এলাকায় একটি ইটবোঝাই ট্রাক্টর বেপরোয়া গতিতে উপজেলা সদরের দিকে আসছিল। এ সময় হেলপার সবুজ নিজেকে নিয়ন্ত্রণে না রাখতে পেরে নিচে ছিটকে পড়লে ট্রাক্টরের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আখাউড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আরিফুল আমীন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজিজুল সঞ্চয়/আরএআর/জেআইএম

আরও পড়ুন