ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

১০ বছর পর কমিটি পেলো ঝালকাঠি যুবদল

জেলা প্রতিনিধি | ঝালকাঠি | প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ০২ জুন ২০১৮

অবশেষে ঝালকাঠি জেলা যুবদলের ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। ১০ বছর পর গতকাল শুক্রবার এ কমিটি ঘোষণা করেন যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর জানান, দীর্ঘ সময় পর শুক্রবার যুবদলের ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এম কামরুল ইসলামকে সভাপতি, কামাল হোসেন মল্লিককে সিনিয়র সহসভাপতি, রবিউল হোসেন তুহিনকে সাধারণ সম্পাদক, আসলাম হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও অ্যাডভোকেট আনিচুর রহমান খানকে সাংগঠনিক সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর বলেন, জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি বিভিন্ন জটিলতার কারণে করা যায়নি। এর দায় কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি আমাদেরও আছে। নতুন কমিটিকে সাদরে গ্রহণ করে কেন্দ্রকে ধন্যবাদ জানান তিনি।

মো. আতিকুর রহমান/এএম/এমএস

আরও পড়ুন