ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নীলফামারীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২২

জেলা প্রতিনিধি | নীলফামারী | প্রকাশিত: ০৭:০৪ পিএম, ০২ জুন ২০১৮

চলমান মাদকবিরোধী অভিযানে নীলফামারীতে ২৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ এর সদস্যরা। এর মধ্যে ডোমারে ১৩ জন, জলঢাকায় দুইজন এবং সৈয়দপুর উপজেলায় সাতজন রয়েছেন।

নীলফামারী র‌্যাব-১৩ ক্যাম্পের কমান্ডার এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেফতার করা হয়।

নীলফামারী পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নীলফামারীতে ‘ব্লক রেইড’ পরিচালিত হচ্ছে। কোনো অবস্থাতেই ছাড় পাবে না মাদক ব্যবসায়ী, মাদকসেবী অথবা এর সঙ্গে জড়িতরা। শুক্রবার রাতে গ্রেফতার ২৩ জনকে শনিবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জাহেদুল ইসলাম/এএম/এমএস

আরও পড়ুন