পুলিশের হাতে আটক হয়ে ‘আতঙ্কে’ মাদকসেবীর মৃত্যু
পঞ্চগড়ে আটকের পর আতঙ্কে কাজল শেখ মাজু (৪৩) নামে এক মাদকসেবীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার রাত ১২টার দিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত কাজল জেলা শহরের ঢাকাইয়া পট্টি এলাকার হযরত আলীর ছেলে।
পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে শহরের বানিয়াপাড়া এলাকায় এক পুড়িয়া গাঁজাসহ কাজলকে আটক করে ডিবি পুলিশ। তাকে ভ্রাম্যমাণ আদালতে নেয়ার সময় আতঙ্কে তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় শ্বাসকষ্ট শুরু হলে ৫ মিনিটের মধ্যে তিনি মারা যান।
আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জিল্লুর রহমান বলেন, রোগীকে আনার পর তিনি প্রথমে হাতে ব্যাথার কথা জানায়। তিনি নিজেই গ্যাস এবং ব্যাথানাশক ট্যাবলেটের কথা বলেন। রাত ১২টার দিকে তাকে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসাও দেয়া হয়। এ সময় শ্বাসকষ্ট শুরু হলে ৫ মিনিটের মধ্যে তিনি মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হার্ট অ্যাটাকজনিত মৃত্যু।
সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সুদর্শন কুমার রায় বলেন, ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সফিকুল আলম/এফএ/জেআইএম