ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নীলফামারীতে ভিজিএফ চাল পাবে প্রায় ৪ লাখ পরিবার

জেলা প্রতিনিধি | নীলফামারী | প্রকাশিত: ০৫:২২ পিএম, ০৩ জুন ২০১৮

রমজান ঈদকে ঘিরে জেলায় সরকারের খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় ৩ লাখ ৯৮ হাজার ৬৪৯ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ হবে। ঈদের আগেই জেলার ৬ উপজেলায় প্রতি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তর সূত্র জানায়, কোনো উৎসব অথবা দুর্যোগ মুহূর্তের জন্য সরকারের খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় ওই ভিজিএফ চাল বিতরণ করা হয়। রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে জেলায় ভিজিএফ চালের বরাদ্দ দপ্তরে এসে পৌঁছেছে।

সূত্রমতে, জেলার ৬ উপজেলার ৩ লাখ ৯৮ হাজার ৬৪৯ পরিবারের মধ্যে রয়েছে ডিমলা উপজেলায় ৬৬ হাজার ২১৩, জলঢাকায় ৭৬ হাজার ৮৬৮, ডোমারে ৫২ হাজার ৯২২, সদরে ৮৯ হাজার ৩৭৪, সৈয়দপুরে ৪৩ হাজার ৬৮৩, কিশোরগঞ্জে ৫৫ হাজার ৭২৬, নীলফামারী পৌরসভায় ৪ হাজার ৬২১, সৈয়দপুর পৌরসভায় ৪ হাজার ৬২১, জলঢাকা পৌরসভায় ৩ হাজার ৮১ ও ডোমার পৌরসভায় ১ হাজার ৫৪০ পরিবার। প্রতি পরিবারের মাঝে ১০ কেজি করে মোট ৩ হাজার ৯৮৬ দশমিক ৪৯ মেট্রিক টন চাল বিতরণ হবে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এটিএম আখতারুজ্জামান জাগো নিউজকে বলেন, বরাদ্দ হাতে এসে পৌঁছেছে। ঈদের আগেই বিতরণের প্রস্তুতি নেয়া হয়েছে।

জাহেদুল ইসলাম/এমএএস/আরআইপি

আরও পড়ুন