আখাউড়ায় ইয়াবাসহ আ.লীগ নেতা আটক
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় সিরাজ খন্দকার (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে ১০৫ পিস ইয়াবাসহ আটক করেছে বিজিবি। সোমবার দুপুরে উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে ২৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করে।
আটক সিরাজ খন্দকার মনিয়ন্দ ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলে জানা গেছে।
২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়নক লে. কর্নেল মো. শাহ্ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর সাড়ে ১২টার দিকে বিজিবি সদস্যরা মনিয়ন্দ ইউপি কার্যালয়ের সামনে থেকে অভিযান চালিয়ে সিরাজকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আখাউড়া থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
আজিজুল সঞ্চয়/আরএআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ২ আওয়ামী লীগ ছাড়া নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়
- ৩ তাহাজ্জুদ পড়ে ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামায়াত করবেন
- ৪ ঝিনাইদহে ফেস্টুন ভাঙচুর-হামলা, আচরণবিধি ভঙ্গের অভিযোগ
- ৫ গাজীপুরে ককটেল ফাটিয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ২৪ লাখ টাকা ছিনতাই