ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সেই প্র‌তিবন্ধী কিশোরকে প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ০৬ জুন ২০১৮

রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশের হেফাজতে রেখে যাওয়া ১৩ বছরের প্রতিবন্ধী কিশোরকে পরিবারের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে। বুধবার দুপু‌রে তাকে স্বজন‌দের হা‌তে তু‌লে দেয় বা‌লিয়াকা‌ন্দি থানা পু‌লিশ।

প্র‌তিবন্ধী কিশোরের নাম শাওন। সে চুয়াডাঙ্গা সদর থানার বোয়ালমারী গ্রা‌মের গ‌নির ছে‌লে। এক বছর অা‌গে হঠাৎ ক‌রে শাওন নি‌খোঁজ হ‌য়ে‌ছিল। অ‌নেক খোঁজাখু‌ঁজি ক‌রে না পে‌য়ে চুয়াডাঙ্গা থানায় এক‌টি জিডি ক‌রে‌ছিল তার প‌রিবার।

বালিয়াকান্দি থানা পুলিশের ওসি হাসিনা বেগম জানান, সোমবার রাতে উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী বাজার থেকে কয়েকজন ব্যক্তি প্রতিবন্ধী কিশোরকে উদ্ধার করে। পরে তাকে থানায় নিয়ে আসে তারা। এরপর থে‌কেই ওই কিশোরের প‌রিবারের সন্ধান করছিল পুলিশ। বুধবার দুপু‌রে কিশোরের পরিবার থানায় আসে। পরে তাদের সঙ্গে ওই কিশোরকে পাঠিয়ে দেয়া হয়।

রু‌বেলুর রহমান/এএম/আরআইপি

আরও পড়ুন