ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বালিয়াকান্দিতে ২ মাদকসেবীর জরিমানা

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৫:২৬ পিএম, ০৬ জুন ২০১৮

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ২ মাদকসেবীকে আটক করেছে বালিয়াকান্দি থানার পুলিশ। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজা এ জরিমানা করেন।

আটকরা হলেন- উপজেলার নারুয়া ইউনিয়নের নারুয়া গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে মাসুদ রানা (৩৫) ও ফরিদপুর জেলার মধুখালী উপজেলার নিশ্চন্তপুর গ্রামের মোকাদ্দেস বিশ্বাসের ছেলে মিল্টন বিশ্বাস (৩০)।

বালিয়াকান্দি থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন ও রিপন খন্দকার জানান, মঙ্গলবার মাসুদ রানা ও মিল্টন বিশ্বাসকে মাদক সেবনের দায়ে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজার ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করা হলে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

রুবেলুর রহমান/আরএ/আরআইপি

আরও পড়ুন