হবিগঞ্জে ৯ বছর পর যুবদলের নয়া কমিটি
অবশেষে হবিগঞ্জ জেলা যুবদলের নয়া কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ৫ সদস্যের নাম ঘোষণা করে তাদেরকে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেয়া হয়েছে।
টানা ৯ বছর পর এ কমিটি ঘোষণা করায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন জেলা যুবদলের নেতাকর্মীরা। কমিটির পদ প্রত্যাশীদের মাঝেও উৎসাহের কমতি নেই। চাঙ্গাভাব লক্ষ্য করা গেছে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের মাঝে।
নতুন কমিটির নবনির্বাচিত সভাপতি মিয়া মো. ইলিয়াছ জানান, দীর্ঘদিন পর জেলা যুবদলের নতুন কমিটি করা হয়েছে। এ কমিটি নেতাকর্মীদের বহুল প্রতিক্ষিত। এখন দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে। যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ কমিটিও ঘোষণা করা হবে বলে তিনি জানান।
দলীয় সূত্র জানায়, ২০০৯ সালে ৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। এরপর থেকে দীর্ঘদিন এ অঙ্গ-সংগঠনটি এভাবেই চলেছে। অনেকটা ঝিমিয়ে পড়েছিল সংগঠনটি। এরই মধ্যে বিভিন্ন সময় নতুন কমিটি গঠনের দাবি ওঠে। কিন্তু সেই দাবি ধোপে টেকেনি।
অবশেষে কেন্দ্রীয় কমিটি সারাদেশের মতো এবার হবিগঞ্জের জেলা কমিটিও ভেঙে দেন। এ খবরে পদ প্রত্যাশী নেতারা গত এক সপ্তাহেরও অধিক সময় ধরে ঢাকায় অবস্থান নেন। প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে লবিং করতে থাকেন। শেষ পর্যন্ত বুধবার সন্ধ্যায় ৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি।
এতে সাবেক সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মিয়া মো. ইলিয়াছকে সভাপতি, মো. কোহিনুর আলমকে সিনিয়র সহ-সভাপতি, মো. জালাল আহমেদকে সাধারণ সম্পাদক, শফিকুর রহমান সেতুকে যুগ্ম সাধারণ সম্পাদক ও আমিনুল ইসলাম বাবুলকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/আরআইপি