শেরপুরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শ্রমিক নিহত
ছবি-ফাইল
শেরপুরের ঝিনাইগাতীতে মাহিন্দ্র ট্রাক্টর থেকে পড়ে গিয়ে ওই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মো. ইসরাফিল (২৮) নামে এক বালু শ্রমিক নিহত হয়েছে। নিহত ইসরাফিল ঝিনাইগাতীর ঝোকাকুড়া গ্রামের সওদাগর মিয়ার ছেলে।
বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী তাওয়াকুচা নামক স্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে ইসরাফিল বালু উত্তোলন করার জন্য আরও চার শ্রমিকের সঙ্গে একটি মহিন্দ্র ট্রাক্টরে চড়ে বালিজুড়ি বালু মহালে যাচ্ছিলো। হঠাৎ পথে মধ্যে তার হাতে থাকা দুপুরের খাবারের টিফিন ক্যারিয়ারটি হাত ফসকে পড়ে যায়। পড়ে যাওয়া টিফিন ক্যারিয়ারটি ধরতে গিয়ে অসাবধানতা বশত ট্রাক্টর থেকে পড়ে গেলে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই বালু শ্রমিকের মরদেহ উদ্ধার করে এবং ট্রাক্টরটি জব্দ করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাকিম বাবুল/আরএ/জেআইএম