ভাইয়ের সঙ্গে ঝগড়ায় ৩ রাউন্ড গুলি ছুড়লেন উপজেলা চেয়ারম্যান
পৈত্রিক সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে ঝগড়ার সময় নিজের পিস্তল থেকে তিন রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ পাওয়া গেছে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম ফকরুল ইসলাম ফিরোজের বিরুদ্ধে।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কলমাকান্দার নাজিরপুর ইউনিয়নের রহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৈত্রিক সম্পত্তি নিয়ে বেশ কিছু দিন ধরে চেয়ারম্যান ফিরোজের সঙ্গে তার ভাই সাইদের বিবাদ চলে আসছে। এর জের ধরে শুক্রবার সন্ধ্যায় চেয়ারম্যান তার নিজের পিস্তল থেকে হঠাৎ এলোপাতাড়ি তিন রাউন্ড গুলি ছোড়েন। এতে কেউ হতাহত হয়নি। তবে এ ঘটনায় আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ বলেন, সম্পদ নিয়ে দ্বন্দ্বে নয়, পিস্তলটি অনেক দিন ধরে ব্যবহার করা হয়নি। তাই গুলি ছুড়ে চেক করা হয়েছে- এটি ঠিক আছে কিনা।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুর রহমান জানান, বিষয়টি শুনেছি। বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এমবিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে
- ২ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো সাড়ে চার শতাধিক ঘর
- ৩ অনিয়মে বাধা, এলজিইডির দুই প্রকৌশলীকে হুমকি ঠিকাদারি প্রতিষ্ঠানের
- ৪ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা, পেছনে ইয়াছিন বাহিনী
- ৫ কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক