ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

জেলা প্রতিনিধি | হবিগঞ্জ | প্রকাশিত: ০৫:১১ পিএম, ১০ জুন ২০১৮

হবিগঞ্জের বানিয়াচংয় উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অর্ধশতাধিক লোক আহত হন।

রোববার দুপুরে উপজেলার গুনই গ্রামের সংঘর্ষের এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় অন্তত ২৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানায়, উপজেলার গুনই গ্রামের বাসিন্দা ইউপি মেম্বার জয়ফুল মিয়ার সঙ্গে স্থানীয় সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে একই গ্রামের সালামত মিয়ার বিরোধ চলে আসছে। এর জের ধরে রোববার দুপুরে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। সংঘর্ষে আহতদের মাঝে জুয়েল (৪৫), স্বপন (২০), আফিল উদ্দিন (৩৫), সফর আলী (৪০) ও রিপনের (২২) অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার সত্যতা স্বীকার করে বানিয়াচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএ/এমএস

আরও পড়ুন