রং সাইডে গাড়ি গেলে আমি তা বন্ধ করব কেমনে?
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন ঈদে সড়কের জন্য যানজট হবে না। আমরা চাচ্ছি ফিটনেসবিহীন গাড়ি কমাতে। যাতে এসব গাড়ি সড়কে আটকে যানজট সৃষ্টি না হয়।
তিনি বলেন, রং সাইডে যদি গাড়ি যায়, তখন যদি যানজট হয়, আমি তা বন্ধ করব কেমনে? সে জন্য তো সড়ক দায়ী নয়। বরং যারা রং সাইডে গাড়ি নিয়ে যায় তারাই যানজটের জন্য দায়ী।
রোববার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনের পর সাংবাদিকদের এসব কথা বলেন সেতুমন্ত্রী।
তিনি বলেন, খুব বেশি বৃষ্টি হলে সড়কে গাড়ির স্পিড কম হতে পারে। তবে কোনো অবস্থায় সড়কে গাড়ি বন্ধ থাকবে না। সড়কে গাড়ি বন্ধ হতে পারে রং সাইডে আসলে কিংবা ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় অচল হয়ে পড়লে।
সেতুমন্ত্রী বলেন, বেগম জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা করার জন্য অনুরোধ করা হচ্ছে। যদি তার চিকিৎসকদের কথা সত্য হয়, তাহলে তাকে এই হাসপাতালে উন্নত পরীক্ষা-নিরীক্ষার জন্য অনুরোধ করছি। বেগম জিয়া রাজি হলেই বিএসএমএমইউতে তার পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
সেতুমন্ত্রী বলেন, ঈদ উপলক্ষে আগামী ১২ জুন চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফোরলেন পুরোপুরি খুলে দেয়া হবে। সেখানে ২৩টি ব্রিজের ওপর দিয়ে গাড়ি চলবে। ঈদ শেষে বাড়ি থেকে ফেরার সময় পর্যন্ত এ সুবিধা দেয়া হবে। এখন আমরা এটি উদ্বোধন করতে পারছি না। ঈদের পর এটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আতিকুর রহমান, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, সড়ক ও জনপদের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।
মো. আমিনুল ইসলাম/এএম/এমএস