জামালপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ২
ছবি-প্রতীকী
জামালপুরের ছনকান্দায় এলাকায় ট্রাক-সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুই জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও ৫ জন।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সকালে ছনকান্দা এলাকায় দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোশারফ হোসেন (৪০) নামে সিএনজির এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। নিহত মোশারফ শহরের স্টেশন রোডের মুন্সিপাড়া এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে। এ সময় আহত অবস্থায় ৬ জনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ৭ বছর বয়সী শিশু কন্যার মৃত্যু হয়। তবে নিহত শিশুর নাম জানা যায়নি। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিমুল ইসলাম, দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
শুভ্র মেহেদী/আরএ/আরআইপি