ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিপদসীমার উপরে খোয়াই নদের পানি

জেলা প্রতিনিধি | হবিগঞ্জ | প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ১৩ জুন ২০১৮

হবিগঞ্জে খোয়াই নদের পানি বিপদসীমার ২১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মঙ্গলবার মধ্যরাত থেকে নদের পানি বৃদ্ধি পায়।

রাতেই নদের পানি বিপদসীমা অতিক্রম করে। বুধবার সন্ধ্যা পর্যন্ত ২১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। অব্যাহতভাবে পানি বৃদ্ধির ফলে জেলা শহররক্ষা বাঁধের ঝুকিপূর্ণ স্থানগুলো হুমকির মুখে পড়েছে। সেই সঙ্গে নদের পানি বৃদ্ধির খবরে শহরবাসীর মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

শহরের মাছুলিয়া পয়েন্টে বুধবার সকাল ৮টায় নদের পানি বিপদসীমার ১৫০ সেন্টিমিটার উপরে থাকলেও সন্ধ্যা ৬টায় তা বেড়ে ২১০ সেন্টিমিটারে পৌঁছায়।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তাওহিদুল ইসলাম জানান, খোয়াই নদের উৎপত্তি স্থল ভারতের ত্রিপুরায় অতি বৃষ্টিপাত হওয়ার কারণে মঙ্গলবার রাত থেকে পানি বাড়তে থাকে। রাতে পানি বিপদসীমা অতিক্রম করে। বুধবার সন্ধ্যা ৬টায় নদের পানি বিপদসীমার ২১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

খোয়াই নদের বাংলাদেশে প্রবেশমুখে ভারতীয় কর্তৃপক্ষ গেট খুলে দেয়ায় নদে এত দ্রুত পানি বৃদ্ধি পায়। তবে বিকেলে খোয়াই নদের বাংলাদেশে প্রবেশমুখে চুনারুঘাটের বাল্লা পয়েন্টে বিপদসীমার ১৯৬ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়।

প্রকৌশলী মো. তাওহিদুল ইসলাম বলেন, বর্তমানে বাল্লা এবং মাছুলিয়া পয়েন্টে নদীর পানি স্থিতিশীল রয়েছে। পানি কমতে বেশ কিছু সময় লাগবে। দুর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত পরিমাণ বালুর বস্তা প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/জেআইএম

আরও পড়ুন