ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুড়িগ্রামে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ : ওসিসহ আহত ১০

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ১১:২৩ পিএম, ১৩ জুন ২০১৮

কুড়িগ্রাম শহরে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে সদর থানার ওসিসহ ১০ জন আহত হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে শহরের কলেজ মোড়ে ছাত্রলীগ সভাপতি রাকিবউজ্জামান রাকিব গ্রুপের ফিরোজকে মারধর করে সাধারণ সম্পাদক রনি গ্রুপের কর্মীরা। এ খবর পেয়ে রাকিব গ্রুপের কর্মীরা এক হয়ে রনি গ্রুপের কর্মীদের ওপর হামলা চালায়।

দু’গ্রুপের সংঘর্ষ থামাতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে সদর থানার ওসি মাহফুজুর রহমান, পুলিশ সুপার অফিসের শাহিন আলম খন্দকারসহ ছাত্রলীগ নেতা ফিরোজ, রাজু, সবুজ, রাসেদ, রাব্বি, নিউজ টোয়েন্টিফোরের ক্যামেরাম্যান কবির হোসেন এবং পথচারী লুইস ও শামিম আহত হন।

আহতদের মধ্যে শাহিন আলম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনায় গোটা শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মো. নাজমুল হোসেন/বিএ

আরও পড়ুন