ঝিনাইদহের ১৫ গ্রামে ঈদের নামাজ আদায়
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ১৫ গ্রামের অর্ধ-শতাধিক মুসল্লি শুক্রবার সকালে ঈদের নামাজ আদায় করেছেন। সকাল ৯টায় উপজেলা মোড়ের গোলাম হযরতের মিল চত্বরে এই ঈদ জামাত অনুষ্ঠিত হয়। জামাতের ঈমামতি করেন মাওলানা সিরাজুল ইসলাম।
জানা গেছে, হরিণাকুন্ডু শহর ছাড়াও উপজেলার কুলবাড়ীয়া, বৈঠাপাড়া, বোয়ালিয়া, চটকাবাড়ীয়া, ফলসী, শিংগা, পায়রাডাঙ্গা, ভালকী, শিতলী, নিত্যানন্দপুর, চরপাড়া, তৈলটুপী, রামচন্দ্রপুর ও দখলপুর গ্রামের প্রায় অর্ধ-শতাধিক মানুষ এই ঈদ জামাতে নামাজ আদায় করেন।
মাওলানা সিরাজুল ইসলাম জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন। প্রতি বছরই তারা সৌদি আরবকে অনুসরণ করে ঈদুল ফিতর ও ঈদুল আযহার নামাজ আদায় করে থাকেন।
আহমেদ নাসিম আনসারী/এমএএস/জেআইএম