মাগুরায় বাসের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের
ছবি-প্রতীকী
মাগুরা-যশোর সড়কের হরিশপুর এলাকায় সোমবার সকালে বাসের ধাক্কায় বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- শালিখা উপজেলার কেস্টপুর গ্রামের মুনতাজ উদ্দিন (৩৩) ও তার মেয়ে সুরাইয়া (৬)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাগুরাগামী যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ভ্যানের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত এবং অপর ৩ যাত্রী গুরুতর আহত হন।
পুলিশ বাসটি আটক করেছে এবং শালিখা সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
আরাফাত হোসেন/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান