আসাম সীমান্তে বাংলাদেশির মরদেহ উদ্ধার
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের মংলার কুটি সীমান্তের ভারতীয় অংশ থেকে শুক্রবার সকালে বাংলাদেশি আলম মিয়া নামে একজনের মরদেহ উদ্ধার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বিএসএফের উপস্থিতে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ নিয়ে যায় ভারতীয় পুলিশ। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা উদ্ধার করতে পারেনি পুলিশ।
কচাকাটা থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, মংলার কুটি গ্রামের মৃত সন্দির আলীর ছেলে আলম মিয়া গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ-আসাম সীমান্তের ১০১১ এবং ১০১২ নং মেইন পিলারের মধ্যবর্তী এলাকা মরাখানার ভারতীয় অভ্যন্তরে মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফেরেনি। সকালে তার লাশ পানিতে পড়ে থাকতে দেখে বিজিবিকে খরব দেন এলাকাবাসী। পরে বিজিবি-বিএসএফ’র উপস্থিতে লাশ উদ্ধার করে ভারতের আসাম রাজ্যের গোলোগঞ্জ থানার পুলিশ।
এসময় বাংলাদেশের কচাকাটা থানার পুলিশও উপস্থিত ছিল। দু’দেশের পুলিশ লাশের সুরুত হাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ নিয়ে যায় ভারতীয় পুলিশ।
এসময় ভারতের পক্ষে নেতৃত্ব দেন গোলোগঞ্জ থানা পুলিশের ডিএসবি প্রাঞ্জল বড়াল এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন কচাকাটা থানা পুলিশের এসআই শহিদ। এসময় বিজিবি ও বিএসএফ এর ব্যাটালিয়ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করবেন বলে জানান, ধুবরী জেলার গোলোগঞ্জ থানার মেজিস্ট্রেট চয়নিকা ঠাকুরিয়া।
নাজমুল/এমএএস/পিআর