নদীতে গোসল করতে গিয়ে স্কুলছাত্রী নিখোঁজ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোসল করতে গিয়ে খাদিজা খাতুন নামের ৩য় শ্রেণির এক ছাত্রী নিখোঁজ হয়েছেন। সোমবার দুপুরে ওই ছাত্রী নিখোঁজ হয়। এদিকে সোমবার বিকেল পর্যন্ত পরিবারের লোকজন এবং ডুবুরির সাহায্য নিয়ে খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
খাদিজা বামনডাঙ্গা ইউনিয়নের নামাহাইল্লা গ্রামের রিয়াজুল ইসলামের মেয়ে এবং আনছারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুর ২টার দিকে স্কুল ছুটির পর খাদিজা খাতুন নৌকা করে পাড় হয়ে পশ্চিম তীরে এসে মা মোরশেদা বেগমকে বইপত্র দিয়ে দুধকুমারে গোসল করতে নেমে ডুবে যায়। মায়ের চিৎকারে লোকজন খোঁজাখুজি করেও তার সন্ধান না পেয়ে পেশাদার ডুবুরি সাহায্য নেয় পরিবার। বিকাল পর্যন্ত মেয়েটির কোনো খোঁজ মেলেনি।
নাজমুল হোসেন/এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ২ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৩ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি
- ৪ সিলেটে ৪২২ চোরাই মোবাইল জব্দ, চক্রের মূল হোতাসহ আটক ৪
- ৫ নীলফামারীতে ইউপি চেয়ারম্যানসহ আ’লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার