ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে ফুঁসে উঠেছে শিক্ষক-শিক্ষার্থীরা

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৭:০৪ পিএম, ২৩ জুন ২০১৮

ফরিদপুরের সদরপুর উপজেলার বাইশরশি শিব সুন্দরী একাডেমির সহকারী শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। শনিবার দুপুরে একাডেমির মাঠে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে তোরা।

মানববন্ধন চলাকালে একাডেমির প্রধান শিক্ষক আব্দুল বারেক মিঞা বলেন, সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলামকে একই বিদ্যালয়ের প্রাথমিক শাখার অভিভাবক সদস্য আবুল কালাম প্রথমে গালিগালাজ ও পরে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ নিয়ে গত মঙ্গলবার সদরপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।

তিনি বলেন, বিভিন্ন সময় বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য কাজ করতে গেলে নানা বাধার সম্মুখীন হতে হচ্ছে। শিক্ষক লাঞ্ছিতের বিচার না হলে আরও বড় ধরনের কর্মসূচির ডাক দেয়া হবে।

শিক্ষক মাসুদ আলম বলেন, বিদ্যালয়ে একের পর এক দুঃখজনক ঘটনা ঘটে যাচ্ছে। তিন শিক্ষক লাঞ্ছিতকারীর শাস্তি চাই আমরা।

ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য সৈয়দ আশরাফ আলী বলেন, এ ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানাই।

অভিযুক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য কালাম মাতুব্বর জানান, সাইফুল স্যার ও অন্যান্যরা মিলে বিদ্যালয়ের উন্নয়ন তহবিলসহ বিভিন্ন ধরনের তহবিল গঠন করে টাকা আত্মসাৎ করে থাকেন। আমি এর প্রতিবাদ করলে আমার বিরুদ্ধে তারা মনগড়া কথা বলেছেন।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা যোবায়ের রহমান রাশেদ বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার বাইশরশি শিব সুন্দরী একাডেমির ম্যানেজিং কমিটির প্রাথমিক শাখার সদস্য কালাম মাতব্বর ও সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলামের মধ্যে বিদ্যালয়ের তথ্য সেবা অধিদফতরের একটি ওরিয়েন্টেশন সভা নিয়ে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে ম্যানেজিং কমিটির সদস্য কালাম মাতব্বর সহকারী শিক্ষক সাইফুল ইসলামকে গালিগালাজ ও লাঞ্ছিত করেন।

এএম/আরআইপি

আরও পড়ুন