ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আজমিরীগঞ্জে চেয়ারম্যান পদে ৪ প্রার্থীর মনোনয়ন দাখিল

জেলা প্রতিনিধি | হবিগঞ্জ | প্রকাশিত: ০৫:২৯ পিএম, ২৪ জুন ২০১৮

হবিগঞ্জের আজমিরীগঞ্জে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৪ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এদের মধ্যে আওয়ামী লীগের দুইজন বিদ্রোহী রয়েছেন। রোববার তারা উপজেলা নির্বাচন অফিসার মো. মোর্শেদ আলমের নিকট মনোনয়ন পত্র জমা দেন।

নির্বাচন অফিস সূত্র জানায়, আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজবাহ উদ্দিন ভূঁইয়া। বিএনপি প্রার্থী হিসেবে সাইদুল আমীন চৌধুরী শিরুল মনোনয়ন পত্র জমা দেন। এ ছাড়া সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আতর আলীর ছেলে আলাউদ্দিন ও ভাতিজা স্বাধীন মিয়াও মনোনয়ন পত্র জামা দেন।

এ উপজেলায় ২৬ জুন বাছাই, ৩ জুলাই প্রত্যাহার ও ২৫ জুলাই ভোট গ্রহণ করা হবে বলে নির্বাচন অফিস সূত্রে জানা যায়।

প্রসঙ্গত, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতর আলী মিয়া গত ৩০ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। গত ১০ জুন এ উপজেলায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএ/পিআর

আরও পড়ুন