ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

স্ত্রী হত্যায় স্বামী ও তার প্রেমিকার যাবজ্জীবন

জেলা প্রতিনিধি | মেহেরপুর | প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ২৫ জুন ২০১৮

মেহেরপুরে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মজিবর রহমান (৪৫) ও তার প্রেমিকা সুষমাকে (৪০) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে উভয়কে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ গাজী রহমান এ রায় দেন। ঘোষনার সময় আসামি মজিবর রহমান আদালতে উপস্থিত ছিলেন। তবে সুষমা পলাতক রয়েছেন

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১২ সালের ৯ জুলাই রাতে মেহেরপুরের মুজিবনগর উপজেলায় পরকীয়া প্রেমের জের ধরে মজিবর রহমান ও সুষমা একত্রিত হয়ে বাড়ির পাশের একটি বাঁশ বাগানে মজিবরের স্ত্রী বিলকিস খাতুনকে (৩৭) শ্বাসরোধ ও খুচিয়ে হত্যা করে। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ পরদিন সকালে মরদেহ উদ্ধার করে। পরে বিলকিস খাতুনের ভাই আরশাদ আলী বাদী হয়ে মজিবর রহমান ও সুষমাকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রাথমিক তদন্ত শেষ করে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ৭ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। সাক্ষীদের সাক্ষ্য ও মামলার নথি পর্যালোচনা করে আদালতের বিচারক আজ এই রায় দেন।

রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) পল্লব ভট্টাচার্য এবং আসামিপক্ষে খন্দকার আব্দুল মতিন মামলাটি পারিচালনা করেন।

আসিফ ইকবাল/আরএআর/আরআইপি

আরও পড়ুন