নওগাঁয় পৃথক দুর্ঘটনায় নিহত ৩
ছবি-প্রতীকী
নওগাঁয় পৃথক দুর্ঘটনায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছে। বুধবার জেলার পত্নীতলা, বদলগাছী ও মহাদেবপুর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো পত্নীতলা উপজেলার মিঠাপুর গ্রামের আসাদুজ জামানের মেয়ে আনিকা (৮), উপজেলার শিবপুর গ্রামের রুস্তম আলীর শিশু সন্তান আলিফ ও মহাদেবপুরের জোয়ানপুর গ্রামের মৃত তফের উদ্দীনের ছেলে আব্দুল জব্বার (৪৫)।
পত্নীতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, বুধবার দুপুরে পত্নীতলা বাজার থেকে কেনাকাটা শেষে বাবার সঙ্গে অটোভ্যানে বাড়িতে ফিরছিল আনিকা। গগনপুর বাজারে আসলে শিশুটির গলায় থাকা ওড়না ভ্যানের চাকায় পেঁচিয়ে শ্বাসরোধে ঘটনাস্থলেই নিহত হয়।
বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, দুপুরে আলিফকে টিকা দেয়ার জন্য তার মা-মামি ও মামা মোটরসাইকেলে জয়পুরহাট সদর হাসপাতালে যাচ্ছিলেন। লালীপাড়া এলাকায় আসলে জয়পুরহাট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে পড়ে শিশু আলিফ ঘটনাস্থলে নিহত হয়। এ ঘটনায় তার মা-মামি এবং মামা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুপুরে উপজেলার নাটশাল এলাকার কফিল অ্যান্ড রাজ্জাক অ্যাগ্রো লিমিটেডের বয়লার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই আব্দুল জব্বার নিহত হন। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় চারজন শ্রমিক আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আব্বাস আলী/এএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান