ফেসবুক আইডি হ্যাক করে প্রতারণা, গ্রেফতার ১
কুমিল্লায় ফেসবুক আইডি হ্যাক করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়া চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লা নগরীর হাউজিং এস্টেট এলাকার গোল মার্কেটের একটি দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।
পুলিশ জানায়, বরিশাল সদরের উজিরপুর এলাকার বজলুর রহমানের ছেলে আতিকুর রহমান লিমন (২৪) বেশ কিছুদিন ধরে বিভিন্ন জনের ফেসবুক আইডি হ্যাক করে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে আসছিল। আতিকুর রহমান লিমন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগে অনার্স প্রথম বর্ষের ছাত্র। কুমিল্লায় হাউজিং এস্টেট এলাকায় এক বন্ধুর বাড়িতে থেকে প্রতারণা কার্যক্রম পরিচালনা করছিলেন তিনি।
বিষয়টি সাইবার ক্রাইম ইউনিটের নজরে আসার পর মোবাইলের কল লিস্টের সূত্র ধরে বুধবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের তথ্যের ভিত্তিতে আতিকুর রহমান লিমনকে গ্রেফতার করা হয়েছে।
মো. কামাল উদ্দিন/এএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অনিয়মে বাধা, এলজিইডির দুই প্রকৌশলীকে হুমকি ঠিকাদারি প্রতিষ্ঠানের
- ২ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা, পেছনে ইয়াছিন বাহিনী
- ৩ কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক
- ৪ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ৫ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা