পুকুরে মিললো নিখোঁজ মাদরাসা শিক্ষকের হাত-পা বাঁধা মরদেহ
ছবি-প্রতীকী
টাঙ্গাইলের কালিহাতীতে আনিসুর রহমান (৫৫) নামে এক মাদরাসা শিক্ষকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় নিহতের নিজ বাড়ির সামনের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আনিসুর রহমান গোহালিয়াবাড়ী মাদরাসার শিক্ষক ও টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার লিয়াকত আলীর ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনিসুর রহমান গত বুধবার রাত থেকে নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকার যুবকরা খেলাধুলা শেষে পুকুরে গোসল করতে গেলে তার মরদেহটি দেখতে পায়। পরে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের হাত-পা বাঁধা এবং পেটের সঙ্গে ইট ভর্তি বস্তা বাঁধা ছিল।
কালিহাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরিফ উর রহমান টগর/আরএআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানী দায়িত্ব: শাহরিয়ার কবির
- ২ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত
- ৩ বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০
- ৪ ৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না
- ৫ দেশ পরিচালনায় তিন শর্তে ঐক্যের ডাক দিলেন জামায়াত আমির