ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

প্রাইভেটকারে ইয়াবার চালান, ওঁৎপেতে ধরল পুলিশ

ভৈরব (কিশোরগঞ্জ) | প্রকাশিত: ০৪:০৭ পিএম, ০১ জুলাই ২০১৮

কিশোরগঞ্জের ভৈরবে ওঁৎপেতে ১ হাজার ৪৫২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আল-আমিন (২৬) ও রনি বাবুকে ( ২৮) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ইয়াবার চালান বহন করা প্রাইভেটকারটি জব্দ করে পুলিশ।

গতকাল শনিবার গভীর রাতে ভৈরব শহরের নাটাল মোড় এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ী ও ইয়াবাসহ ওই প্রাইভেটকারটি জব্দ করা হয়।

voyrab-arrest

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে শহরের নাটাল মোড় এলাকায় ওঁৎপেতে বসে থাকে পুলিশ। এ সময় সেতু পার হয়ে প্রাইভেটকারটি ভৈরবে পৌঁছালে থামিয়ে দেয় পুলিশ। পরে গাড়ির ভেতর থেকে ১ হাজার ৪৫২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

ভৈরব থানা পুলিশের ওসি মো. মোখলেছুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় ইয়াবার চালান বহন করা প্রাইভেটকারটি জব্দ করে পুলিশ। গ্রেফতারকৃতদের রোববার কিশোরগঞ্জ আদালতে চালান দেয়া হয়েছে।

আসাদুজ্জামান ফারুক/এএম/এমএস

আরও পড়ুন