রাজবাড়ীতে ১০ মামলার অাসামি অস্ত্রসহ গ্রেফতার
রাজবাড়ীতে হত্যা, ডাকাতিসহ ১০ মামলার অাসামি শিমুলকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।
রোববার বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড় চরবেনীনগর এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শিমুল মিজানপুর ইউনিয়নের মেছোঘাট এলাকার অাক্কাছের ছেলে।
রাজবাড়ী গোয়েন্দা পুলিশের ওসি মো. কামাল হোসেন ভূইয়া বলেন, অভিযান চালিয়ে হত্যা, ডাকাতিসহ ১০ মামলার অাসামি শিমুলকে অস্ত্র-গুলিসহ গ্রেফতার করা হয়েছে।
রুবেলুর রহমান/এএম/এমএস