শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশা
মাদারীপুরের শিবচরে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশা।
মাঝে মধ্যে চিকিৎসক, নার্সসহ কর্মচারীরা নিয়মিত দায়িত্ব পালন না করার অভিযোগ রয়েছে। এ নিয়ে স্থানীয় সংসদ সদস্যের কাছে অভিযোগ করেছেন এলাকাবাসী।
অভিযোগের ভিত্তিতে রোববার দুপুরে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান স্থানীয় সংসদ সদস্য। পরিদর্শনকালে হাসপাতাল কর্তৃপক্ষের অনিয়ম, অব্যবস্থাপনা ও চিকিৎসকদের অনুপস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করেন স্থানীয় সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী।
এ সময় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাসহ (টিএইচএ) ১১ জন চিকিৎসকের মধ্যে মাত্র দুজন চিকিৎসকের হাজিরা খাতায় স্বাক্ষর দেখতে পান। পরে তিনি চিকিৎসকদের হাজিরা খাতায় উপস্থিতির স্বাক্ষরলিপি তার মুঠোফোনে ধারণ করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জাফর মিয়া জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের ছয়জন চিকিৎসক উপজেলায় উপস্থিত ছিলেন। এদের মধ্যে চারজন ভুলবশত হাজিরা খাতায় স্বাক্ষর করেননি। এর মধ্যে আমরা তিনিজন এফসিপিএস পরীক্ষার জন্য ছুটিতে রয়েছি।
নূর-ই আলম চৌধুরী এমপি বলেন, দীর্ঘদিন এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আকস্মিক ওই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যাই। ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চরম অনিয়ম হচ্ছে। চিকিৎসাসেবা বঞ্চিত হচ্ছেন মানুষ। সেসব চিকিৎসক দায়িত্ব অবহেলা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এ কে এম নাসিরুল হক/এএম/এমএস