দিঘিতে নারীর অর্ধগলিত মরদেহ
পঞ্চগড়ের বোদা উপজেলায় অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দিঘির পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দিঘির পাশে ওই নারীর মরদেহ ভাসতে দেখে বোদা থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ অর্ধগলিত অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের কেউ মরদেহ সনাক্ত করতে পারেননি। পরে পুলিশ ময়না তদন্তের জন্য মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশের ধারণা কে বা কারা অন্য কোনো এলাকা থেকে মরদেহটি এনে সেখানে ফেলে দিয়েছে।
মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে বোদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নুরুল ইসলাম বলেন, নিহতের বয়স আনুমানিক ৪০ বছর। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।
সফিকুল আলম/আরএ/পিআর