মেহেরপুরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালি গ্রামের মমতাজ আলী হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাদের ৩০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ বছর করে কারাদণ্ড দেয়া হয়। মঙ্গলবার দুপুরে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন মোনাখালি গ্রামের আফে কামড়ীর ছেলে সেন্টু আলী, হাফেজ উদ্দিন মোল্লার ছেলে ইদু ও জাফর আলীর ছেলে ডাবলু।
মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ১১ মে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালি গ্রামের জোয়াদ আলীর ছেলে মমতাজ আলী (৩৫) বাড়ির আঙিনায় ঘুমিয়ে ছিল।
মমতাজকে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে আসামিরা। এ ঘটনায় মমতাজ আলীর ভাই মো. নুরুল আমিন পটল বাদী হয়ে মোনাখালি গ্রামের আফে কামড়ীর ছেলে সেন্টু, হাফেজ উদ্দিন মোল্লার ছেলে ইদু ও জাফর আলীর ছেলে ডাবলুকে আসামি করে মুজিবনগর থানায় মামলা করেন। মামলায় মোট সাতজন সাক্ষী সাক্ষ্য দেন।
রাষ্টপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট কাজী শহীদ এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেনে অ্যাডভোকেট মনিরুজ্জামান।
আসিফ ইকবাল/এএম/জেআইএম