ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ট্রাক্টরচাপায় বাবা-মেয়ে নিহত

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০৬:৪০ পিএম, ০৩ জুলাই ২০১৮

নওগাঁর মান্দায় ইটবোঝাই ট্রাক্টরের চাপায় বাবা-মেয়ের নিহত হয়েছেন। তারা হলেন- জেলার নিয়ামতপুর উপজেলার বামইন জুগিবাড়ী গ্রামের আজিজুল হক (২৮) ও তার আড়াই বছরের মেয়ে তাসফিয়া খাতুন।

মঙ্গলবার বিকেলে উপজেলার ঘাটপুর মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় জানায়, বিকেলে রাজশাহী থেকে সিএনজি চালিত অটোরিকশা যোগে বাবা-মেয়ে গ্রামের বাড়ি জুগিবাড়ীতে যাচ্ছিলেন। পথের মধ্যে মান্দা উপজেলার ঘাটপুর মধ্যপাড়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাক্টর ওই অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা উল্টে বাবা-মেয়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহতের বিষয়টি নিশ্চিত করে মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাহবুব আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করেছে। তবে ঘাতক ট্রাক্টরটি জব্দ করা গেলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা প্রস্তুতি চলছে।

আব্বাস আলী/আরএ/পিআর

আরও পড়ুন