পেটে আঘাতের পর বখাটের ছুরি ধরে ফেলল ছাত্রী
ফাইল ছবি
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বখাটের ছুরিকাঘাতে এক ছাত্রী আহত হয়েছে। তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পাটরা দামপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে (১৪) বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতো একই গ্রামের আ. বারেকের ছেলে শাহীন মিয়া (১৯)। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে প্রাণনাশ ও ধর্ষণের হুমকি দেয় শাহীন।
হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রী জানায়, সোমবার সন্ধ্যায় সে ঘরে পড়ালেখা করছিল। এ সময় তার মা পাশের রান্না ঘরে থাকায় শাহীন ও তার সহযোগী আল আমিনসহ তিনজন ঘরে ঢুকে মুখে গামছা পেঁচিয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায়।
ধস্তাধস্তির একপর্যায়ে শাহীন তার পেটে ছুরিকাঘাত করে। এ সময় ছুরি ধরে ফেলে ছাত্রী। এতে তার ডান হাতের চারটি আঙুল কেটে যায়। একপর্যায়ে চিৎকার করলে পাশের ঘর থেকে তার মা দৌড়ে আসে। এ সময় বখাটেরা পালিয়ে যায়। রাতেই তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত ছাত্রীর মা ও বাবা বলেন, শাহীন ও আল আমিন এলাকায় বখাটে হিসেবে চিহ্নিত। ওরা মেয়ের সর্বনাশ করার চেষ্টা করেছে। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
বিষয়টি নিশ্চিত করে পূর্বধলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল উদ্দিন বলেন, এ ব্যাপারে নির্যাতিত ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
কামাল হোসেন/এএম/এমএস