বাড়ির ছাদ থেকে পড়ে প্রাণ গেল কৃষকের
ফাইল ছবি
মেহেরপুরের গাংনী উপজেলায় বাড়ির ছাদ থেকে পড়ে আতাহার আলী (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আতাহার আলী গাংনী উপজেলার জালশুকা গ্রামের রমজান আলীর ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে নিজ বাড়ির ছাদ থেকে আতাহার আলী ভুট্টা শুকানোর পর বস্তায় করে মাথায় নিয়ে নিচে নামতে গিয়ে সিঁড়ি থেকে পা পিছলে নিচে পড়ে যান। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বিষয়টি নিশ্চিত জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আসিফ ইকবাল/আরএআর/এমএস