হবিগঞ্জে ইজিবাইক চাপায় স্কুলছাত্র নিহত
প্রতীকী ছবি
হবিগঞ্জে ইজিবাইকের চাপায় জয় (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার রিচি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয় ওই গ্রামের ঈশানকোণা এলাকার আকবর মিয়ার ছেলে। সে স্থানীয় ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জয় বাড়ির সামনে খেলাধুলা করছিল। এ সময় ব্যাটারিচালিত একটি ইজিবাইক তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্বজনরা তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান জানান, হাসপাতালে পৌঁছার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সিন্ডিকেটের বাধায় দুই দফা অ্যাম্বুলেন্স আটকা, পথেই মারা গেল রোগী
- ২ ঘোড়া প্রতীকে ভোট চেয়ে বিপাকে হবিগঞ্জের স্বতন্ত্র প্রার্থী সুজাত
- ৩ সীমান্ত পার হওয়ার সময় কুমিল্লায় হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ৪ বালুভর্তি ট্রাকে লুকানো ছিল দেড় কোটি টাকার চোরাই শাড়ি
- ৫ পুলিশকে এলোপাথাড়ি কুপিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো আসামিকে