ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভূমিহীনদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০১:৫৫ পিএম, ০৭ জুলাই ২০১৮

সাতক্ষীরার দেবহাটা উপজেলার নোড়ারচক খাসজমি ভূমিহীনদের নামে বন্দোবস্ত দেয়ার দাবি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

নোড়ারচক ভূমিহীন সংগ্রাম কমিটির আয়োজনে শনিবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

দেবহাটা নোড়ার চক ভুমিহীন সংগ্রাম কমিটির সভাপতি আব্দুল গফফারের সভাপতিত্বে মানববন্ধনের বক্তব্য দেন- দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন উচ্ছেদ প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ ওহাব আলী সরদার, জেলা ভূমিহীন সমিতির সভাপতি মো. কওছার আলী (একাংশ), ভূমিহীন ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সাতক্ষীরা উন্নয়ন যুব সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক মোফিজুর রহমান, প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতির মহাসচিব আবুল কালাম আজাদ, নোড়ারচক ভূমিহীন সংগ্রাম কমিটির সহ-সভাপতি আবুল হোসেন, নোড়ারচক ছশা বিঘা ভুমিহীন কমিটির সভাপতি ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রুহুল আমিন, সহ-সভাপতি আব্দুল মালেক, নোড়াকচক ভূমিহীন সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মহাতাব উদ্দীন প্রমুখ।

আকরামুল ইসলাম/আরএ/এমএস

আরও পড়ুন