ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ, ঠাকুরগাঁও | প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ০৭ জুলাই ২০১৮

সিরাজগঞ্জ ও ঠাকুরগাঁও জেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হলো- রাব্বি (৭) ও সিয়াম (৬)। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও প্রতিনিধি জানায়, ঠাকুরগাঁওর বালিয়াডাঙ্গী উপজেলার গোয়ালকারী গ্রামের দুলালউদ্দীনের ছেলে রাব্বি (৭) পুকুরে ডুবে মারা গেছে। দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার হাউদা গ্রামে পুকুরে ডুবে শিশুটির মৃত্যু হয়।

এলাকাবাসী জানায়, শিশু রাব্বি শুক্রবার সকালে একই উপজেলার হাউদা গ্রামে তার নানীবাড়ী বেড়াতে যায়। শনিবার দুপুরে গ্রামের কয়েক জন শিশুসহ পুকুরে গোসল করতে গেলে সে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি করে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

শিশু রাব্বী গোয়ালকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

বড়বাড়ী ইউনিয়ন পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান পুকুরে পরে শিশুটির মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি জানায়, সিরাজগঞ্জের বেলকুচিতে ওয়াবদা বাঁধের পাশে খালের পানিতে ডুবে সিয়াম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার পৌর এলাকার ক্ষিদদ্রাটিয়া গরুর হাট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম ওই গ্রামের আব্দুল সালামের ছেলে এবং স্থানীয় বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র।

নিহতের বাবা আব্দুল ছালাম জানান, দুপুরে অন্যান্য ছেলেদের সঙ্গে সিয়াম পাশের খালের পানিতে গোসল করতে নামে। হঠাৎ করে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে দুপুর ২টার দিকে সিয়ামের মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা উদ্ধার করে বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রবিউল এহ্সান রিপন/ইউসুফ দেওয়ান রাজু/আরএ/আরআইপি

আরও পড়ুন