ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কালিহাতীতে এমপি সোহেল হাজারিকে অবাঞ্ছিত ঘোষণা

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০৬:১৩ পিএম, ১০ জুলাই ২০১৮

টাঙ্গাইলের কালিহাতীতে চাঁদা না পেয়ে তিন আওয়ামী লীগ নেতার ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা সদরের সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। প্রতিবাদে ব্যবসায়ী-শ্রমিকরা কালিহাতী বাসস্ট্যান্ডে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

সমাবেশে স্থানীয় এমপি হাছান ইমাম খান সোহেল হাজারিকে কালিহাতীতে অবাঞ্ছিত ঘোষণা এবং বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস উপজেলা সদরে হরতাল আহ্বান করা হয়।

জানা যায়, সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবন নিলামে বিক্রি করা হয়েছে। ক্রয়কৃত ভবনটি ঠিকাদার ভাঙতে গেলে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শান্ত মিয়া (২০), রুমেল (২০), মিনহাজ (২২), আজিজুল (২১), আ. আলীম (২৩) ও স্বাধীনসহ (২৮) ১০-১২ জন সন্ত্রাসী ঠিকাদারের কাছে চাঁদা দাবি করে। ঠিকাদার চাঁদা না দেয়ায় ভবনটিতে তালা লাগিয়ে দেয় তারা। পরে বিদ্যালয়ের সভাপতি শ্রমিক নেতা আমিনুল ইসলাম আমিনের উপস্থিতিতে ভবনটি ভাঙতে গেলে শান্ত ও তার সন্ত্রাসী বাহিনী তাদের ওপর হামলা চালায়।

হামলায় উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ও সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমিনুল ইসলাম আমিন, কালিহাতী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রতন ও পৌর শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রাসেল গুরুতর আহত হন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

হামলার খবর ছড়িয়ে পড়লে কালিহাতী পৌর এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। সন্ত্রাসীদের বিচারের দাবিতে বাজার ও বাসস্ট্যান্ডের সকল দোকানপাট বন্ধ রেখে ব্যবসায়ী ও শ্রমিকরা টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কালিহাতী বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। ব্যবসায়ী ও শ্রমিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ বিক্ষোভ কর্মসূচিতে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন। তারা টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কালিহাতী বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। অবরোধে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে ঘাটাইল পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

tANGAIL-mP-aGENST

সমাবেশ থেকে বিক্ষোভকারীরা স্থানীয় এমপি হাছান ইমাম খান সোহেল হাজারির মদদপুষ্ট ‘শান্ত বাহিনী'কে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে এমপিকে কালিহাতীতে অবাঞ্ছিত ঘোষণা, কালিহাতী থানা পুলিশের পরিদর্শক (ওসি) মীর মোশারফ হোসেন ও সেকেন্ড অফিসার এসআই মেহেদী হাসানকে প্রত্যাহারের দাবি জানান।

এ নিয়ে কালিহাতী শ্রমিক লীগের আহ্বায়ক শফিকুল আলম মিন্টু সমাবেশে বলেন, সন্ত্রাসী শান্ত এমপি সোহেল হাজারির মদদপুষ্ট। তার মদদেই এই ঘটনা ঘটানো হয়েছে। আমরা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং স্থানীয় এমপিকে কালিহাতীতে অবাঞ্ছিত ঘোষণা করছি।

সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনা নাসরিন বলেন, বিদ্যালয়ের সভাপতি আমিনুল ইসলাম আমিনের উপস্থিতিতে নিলামকৃত ঘরটি ভাঙতে গেলে ১০-১২ জনের একদল সন্ত্রাসী হামলা চালায়। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

অপরদিকে, কয়েকেদিন আগে সন্ত্রাসী শান্ত কালিহাতী পৌর এলাকার মোশারফ হোসেনের ছেলে আরিফ হোসেন শাফিকে উপজেলা পরিষদ চত্বরে পিটিয়ে গুরুতর আহত করে। থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। পরে শাফির বাবা আদালতে মামলা দায়ের করলেও পুলিশ সন্ত্রাসী শান্তকে আটক করেনি। উপজেলা আইন-শৃঙ্খলাবিষয়ক কমিটির সভায় সন্ত্রাসী শান্তকে আটক করার জন্য পুলিশকে অনুরোধ করা হয়। কিন্তু পুলিশ তাকে আটক করেনি।

বর্তমানে কালিহাতী উপজেলা সদরে থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

আরিফ উর রহমান টগর/এমএএস/এমএস

আরও পড়ুন